উত্তরদিনাজপুর

রায়গঞ্জ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের ২২ নং বুথে পুনঃ নির্বাচনের সিদ্ধান্ত নিল রাজ্য নির্বাচন কমিশন

আগামীকাল মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার  রায়গঞ্জ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের ২২ নং বুথে পুনঃ নির্বাচনের সিদ্ধান্ত নিল রাজ্য নির্বাচন কমিশন। ওই বুথে রবিবার ইভিএম ভাঙচুড়ের ঘটনায় পুনঃ নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের দেওয়া রিপোর্টের ভিত্তিতে মঙ্গলবার রায়গঞ্জে ৭ নম্বর ওয়ার্ডের ২২ নম্বর বুথে পুনঃ নির্বাচন হচ্ছে।
রবিবার রায়গঞ্জ পুরসভা ভোট চলাকালীন ৭ নম্বর ওয়ার্ডে মিলোনপাড়া দ্বারকানাথ প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক বোমাবাজি, গুলি ও ইভিএম ভাঙচুড়ের ঘটনা ঘটে। বন্ধ হয়ে যায়  ভোটগ্রহন। কংগ্রেস, সিপিএম ও বিজেপি রায়গঞ্জ পুরসভার সবকটি ওয়ার্ডেই পুনঃ নির্বাচনের দাবী করে। কিন্তু নির্বাচন কমিশন উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের রিপোর্টের ওপর ভিত্তি করে শুধুমাত্র ৭ নম্বর ওয়ার্ডের ২২ নম্বর বুথেই পুনঃ নির্বাচন ঘোষনা করে।